কুমিল্লার বানাসুয়া রেল ব্রিজের কাছে ট্রাকের মধ্যে একটি ডেমু ট্রেনের সংঘর্ষের পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ডেমু ট্রেনটি আখাউড়া থেকে কুমিল্লা যাচ্ছিল।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের বানাসুয়া এলাকায় রেলের ডবল লাইন নির্মাণের কাজে ব্যবহৃত মাটিবাহী ট্রাকটি রেল লাইন পার হচ্ছিল। এসময় কুয়াশার কারণে ধীর গতিতে আখাউড়া থেকে কুমিল্লায় যাচ্ছিল একটি ডেমু ট্রেন।
এসময় ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষের ঘটনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেন চালকের সহকারি সামান্য আহত হন।
রেলওয়ের সাব ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনায় যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। তবে ট্রেন চালকের সহকারি সামান্য আহত হয়েছেন। লালমাই থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু হলে, ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার কারণে কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ ট্রেন আটকা পড়েছে।
আজকের বাজার: এসএস/ ১৩ জানুয়ারি ২০১৮