যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভায় প্রেসিডেন্ট ট্রাম্পের অভিসংশন বিচার যা চলছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফের কৌঁসুলীদের বক্তব্য-বয়ান উপস্থাপনা আজ মঙ্গলবার নাগাদ সম্পন্ন হবার কথা এবং একই সঙ্গে এ অভিশংসন বিচার প্রক্রিয়া চলাকালে সাক্ষী সাবুদ তলব করা যাবে কিনা সে বিষয়টিও এখনো অমিমাংসিতভাবে ঝুলে রয়েছে।
প্রেসিডেন্টের তরফের কৌঁসুলীরা গতকাল সোমবার– ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে তাঁরা পছন্দ করেন না– কেবল এ কারণেই তাঁকে হঠাতে চান বলে অভিযোগ করেন এবং বলেন– আর এ জন্যই ইমপীচমেন্ট প্রক্রিয়াকে অযৌক্তিকভাবে ব্যবহার করছে তারা।
প্রেসিডেন্টের কৌঁসুলী দলের অন্যতম সদস্য কেনেথ স্টার এ ইমপীচমেন্ট প্রক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন।
ডেমোক্র্যাটরা দু’টি ধারায় প্রেসিডেন্টকে ইমপীচ করছেন– ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসীয় প্রক্রিয়ার অন্তরায় সৃষ্টি– কংগ্রেসের একশো বিধায়ককে এখন স্থির করতে হবে তিনি দোষী না নির্দোষ।ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান