টটেনহ্যাম এবং ইংল্যান্ড জাতীয় দলের মিডফিল্ডার ডেলে আলির বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। ডেলে এবং তাঁর ভাই হিকফোর্ডকে ছুরির ডগায় রেখে টাকা-পয়সা সহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে পালালো দুষ্কৃতিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মাইলের রিপোর্ট তেমনটাই জানাচ্ছে।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন টটেনহ্যাম মিডিও এবং তাঁর ভাই হিকফোর্ড। জানা গিয়েছে দু’জন সশস্ত্র দুষ্কৃতি বুধবার রাত ১২টা ৩০মিনিট নাগাদ তালা ভেঙে উত্তর লন্ডনে ডেলে আলির বাড়িতে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের ছুরির ডগায় রেখে গোটা বাড়ি তছনছ করে তারা। চলে দেদার হুমকিও। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতি মারফৎ জানিয়েছে, ‘দু’জন পুরুষ দুষ্কৃতি বাড়িতে ঢুকে গয়না, ঘড়ি সহ অন্যান্য দামী জিনিসপত্র লুঠ করে চম্পট দিয়েছে।’
দুষ্কৃতিদের তান্ডবে টটেনহ্যাম মিডফিল্ডার সামান্য আঘাত পেয়েছেন বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেয়েছে ডেলে আলির পরিবার। চিকিৎসার কারণে হাসপাতালে যাওয়ার কোনও প্রয়োজন হয়নি ডেলে আলি কিংবা তাঁর পরিবারের সদস্যদের। তবে ঘটনায় এখনও অবধি কেউ গ্রেফতারও হয়নি বলেও জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ডেলে আলি এবং তাঁর ভাই ছাড়াও ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন হিকফোর্ডের বান্ধবী ও তাঁদের একজন বন্ধু। লকডাউনের মধ্যে এরা প্রত্যেকেই একই বাড়িতে গৃহবন্দি রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সময় প্রত্যেকেই ঘরে তাস খেলতে ব্যস্ত ছিলেন।
উল্লেখ্য, আগামী মাসে প্রিমিয়র লিগ শুরু হওয়ার আগে আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ফিরছে প্রিমিয়র লিগের ক্লাবগুলি। টটেনহ্যাম অনুশীলনে যোগ দেওয়ার কথা আলিরও। তাঁর আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা শঙ্কিত ইংরেজ ফুটবলার। তবে ঘটনার পর থেকে শুভানুধ্যায়ীদের অসংখ্য মেসেজ পেয়েছেন আলি। টুইটারে আলি লিখেছেন, ‘মেসেজের জন্য সকলকে ধন্যবাদ। ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এখন স্বাভাবিকই রয়েছি। পাশে থেকো সবাই।’