সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সচিব এবং ৮ পরিচালককে ২২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি কোম্পানিটির চেয়ারম্যান মঞ্জুরুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) স্বপন কুমার সরকার, সচিব আব্দুল্লাহ আল মনসুর, পরিচালক ওয়াহিদ উদ্দিন, মিসেস আনিকা রহমান, আরিফ আহমেদ, মজিবুর রহমান, সাইকা রহমান, নিজামুল হক, কাজী ফজলুর রহমান এবং জিয়াদ রহমানকে ২ লাখ টাকা করে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে।
আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮