আগামী ২২ মার্চ (রোববার) শুরু হবে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডেল্টা হসপিটালের বিডিং।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ২২ মার্চ বিকাল ৫টায় বিডিং শুরু হয়ে টানা চলবে ৭২ ঘণ্টা অর্থাৎ ২৫ মার্চ বিকাল ৫টা পর্যন্ত। এই সময় যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কেনার জন্য বিডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন।
জানা গেছে, বিডিংয়ে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির কাট অফ প্রাইজ নির্ধারণ করবেন। কাট অফ প্রাইজ থেকে ১০ শতাংশ কমে কোম্পানিটির শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মূল্য নির্ধারণ করা হবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৮তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।
আজকের বাজার / এ.এ