ডেসকোর বার্ষিক সাধারণ সভা ৬জানুয়ারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী শনিবার ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সেদিন সকাল ১০টায় রাজধানীর মিরপুর-১৪ অবস্থিত পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এ সভা।

উল্লেখ্য, ৩০ জুন ২০১৭ সমাপ্ত  হিসাব বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।আলোচিত সময়ে,  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ১২ পয়সা।  শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৭ টাকা ৭৮ পয়সায়।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮