ডেসটিনির এমডি পাননি জামিন হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চে

মানি লন্ডারিংয়ের দুই মামলায় হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চে জামিন পাননি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল বেঞ্চে তার জামিন আবেদনের ওপর আজ শুনানি হয়।  আদালত দুই মামলায় জামিন না দিয়ে নিয়মিত আদালত চালু না হওয়া পর্যন্ত আবেদন দুইটি মূলতবী রাখেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রফিকুল আমীনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। সঙ্গে ছিলেন আইনজীবী উজ্জল ভৌমিক।

রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারি এটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে এ দু’টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান