ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পত্তির হিসাব বিবরণী জমা না দেওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়।
সোমবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ ৭ এর বিচারক শহীদুল ইসলাম এ আদেশ দেন। তবে এ সময় আসামি অনুপস্থিতি ছিলেন।
এ রায়ের পাশাপাশি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়। আর জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ এপ্রিল একটি নোটিশ জারি করে দুদক। নোটিশের জাবাব না দেয়ায় ২০১৬ সালের ২৮ জুন দুদকের সহকারী পরিচালক মুজাজির হোসেন রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
২০১৭ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে সবাই আদালতে সাক্ষী দিয়েছেন।
আরএম/