অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠক হচ্ছে ১২ জুন।
শনিবার(২৬মে) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি নির্ধারিত সময়েই হতে যাচ্ছে বলে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ৩০ জন কর্মকর্তাকে সিঙ্গাপুরে বৈঠকের প্রস্তুতি নেয়ার জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এর আগে গেল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ই জুন কিম জং উনের সাথে নির্ধারিত বৈঠক বাতিল করেন। পরে বৈঠকের সম্ভাবনা আছে বলে টুইট বার্তায় জানান ট্রাম্প।
আরজেড/