ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠকের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই দ্বিপাক্ষিক বৈঠক করবেন। খবর সিএনএন’র।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার পর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ জুন) মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এ আলোচনায় ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়।

ফিনল্যান্ডের হেলসিংকিতে তাদের বৈঠক হতে পারে। তবে আজ বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।

আজকের বাজার/একেএ