নীলফামারী জেলার ডোমার উপজেলায় অগ্নিকান্ডে ৩ পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল বুধবার রাত ১টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া উত্তরপাড়া গ্রামে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাত ১টার দিকে ওই গ্রামের হাচানুল হকের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় নজরুল ইসলাম, সফিকুল হকসহ তিন পরিবারের ৮টি ঘর, ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডোমার দমকল বাহিনীর দলনেতা ফরহাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘অগ্নিকা-ে ৩ পরিবারের ৮টি কাচা ঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৩ লাখ টাকা।’