পুজিঁবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে ১ কোটি টাকা বিনিয়োগ করবেন। ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেম হচ্ছে সিভিল নির্মাণ , ইস্পাত বিল্ডিং ফ্যাব্রিকেশন এবং ইমারতের জন্য ওয়ান স্টপ সমাধান। এসকে ট্রিমস প্রতিষ্ঠানটির ১ দশমিক ৫৪ শতাংশ বা ১০ লাখ শেয়ার কিনবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গেল ৭ অক্টোবর ২০১৮ তে প্রকাশিত এক সংবাদে জানা যায় এসকে ট্রিমসের অনিক ট্রিমস লিমিটেডে ৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে।
আজকের বাজার /মিথিলা