দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দলের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘উইংস ডিআইইউ ব্যান্ড ফেস্ট ২০১৮’।
শনিবার, ২৪ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় এ ফেস্ট অনু্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
দিনব্যাপী এ উৎসবে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী ও আভাস ব্যান্ডের প্রধান ভোকালিস্ট তানজির তুহিন, চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি এবং আর্বোভাইরাস ব্যান্ডের ড্রামার নাফিস আল আমিন।
ব্যান্ড ফেস্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল স্টিল এজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের দল সেরেনাদস, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল শো সোল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল রকাফোভিক, নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল পিন কোড, অহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের দল কনফিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীদের দল সিন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইউইবি) শিক্ষার্থীদের দল কনক্লুশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ইউথ গন উইল্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের দল এক্সিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল দুর্গ।
উৎসব শেষে প্রত্যেক অংশগ্রহণকারী দলকে পার্টিসিপেশন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের তিন বিচারক তানজির তুহিন, শারমিন সুলতানা সুমি ও নাফিস আল আমিন।
আরএম/