সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে ড্রাগন সোয়টারের লেনদেন ছাড়িয়েছে ৩৩ কোটি ৩২ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ১ কোটি ২৭ লাখ ৩ হাজার টি শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড । লেনদেন হয়েছে ১ কোটি ৪ লাখ ২ হাজার ৮৫৫ টি শেয়ার । যার বাজার মূল্য ২২ কোটি ৫৯ লাখ ২ হাজার টাকা।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। মোট লেনদেন হয় ২৮ লাখ ৩ হাজার ৫৯৩ টি শেয়ার যার বাজার মূল্য ২১ কোটি ৬৭ লাখ টাকা ৪৩ হাজার টাকা।
এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে - এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনারেসন নেক্সট ফ্যাশানস্ লিমিটেড, ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড
আজকের বাজার/মিথিলা