ড্রাগন সোয়েটারের ইজিএম ২৬ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ড্রাগন সোয়েটার বাংলাদেশের সাথে একীভূত হওয়ার জন্য ইজিএম করবে কোম্পানিটি। কোম্পানিটি ইতোমধ্যে একীভূত করার প্রস্তুতি গ্রহণ করেছে। উচ্চ আদালতে অনুমোদনের জন্য ইজিএম করবে। বোর্ড সভা একীভূত স্কিম অনুমোদন করেছে।

আগামী ২৬ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।