ড্রাগন সোয়েটারের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. মুস্তফা কামরুস সোবহান পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তা পরিচালক পুর্ব ঘোষণা অনুযায়ী ২০ শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর আগের বছরও কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/