ড্রাগন সোয়েটার অনুমোদিত মুলধন বাড়াবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং অনুমোদিত মূলধন বাড়াবে। কোম্পানির বর্তমান অনুমোদিত মুলধন ১৫০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি করবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

অনুমোদিত শেয়ার ক্যাপিটাল বাড়াতে ১০ টাকা অভিহিত মূল্যে আরও ১৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এর জন্য আগামী ২ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।

২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ৩৮.৩৪ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ২১.১৭ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর ৪০.৪৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

আরএম/dra