অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফট। আজ হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত হয় বিপিএল পঞ্চম আসরের নিলাম। দেশি বিদেশি সম্মিলিত ক্রিকেটারদের দলে ভিড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো।
মূলত প্লেয়ার্স ড্রাফটের আগে বেশ নামীদামী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো যার কারণে ড্রাফট থেকে বেশি ক্রিকেটার কিনে নি। গত দুই আসরের মতো শক্তিশালী দল গঠন করতে পারেনি চিটাগং ভাইকিংস। ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে সানজামুল, আলামিন, আলাউদ্দিন বাবুদের।
অন্যদিকে প্লেয়ার্স ড্রাফটে ভাগ্য সহায় হয়েছিলো রাজশাহী কিংসের। প্রথম রাউন্ডেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে তারা। মুস্তাফিজ বাদেও দলে নিয়েছে জাকির হাসান, রনি তালুকদার, নাইম ইসলাম জুনিয়রদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে পাকিস্তানের উসামা মির ও রাজা আলী দারকে।
অন্যদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে ভাল মানের ক্রিকেটার দলে ভিড়াতে সক্ষম হয়েছে খুলনা টাইটান্স। দলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুভ, নাজমুল হোসেন শান্ত, মুক্তার আলি, আবু জায়েদ রাহীর মতো ক্রিকেটারদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে শেহান জয়াসুরিয়া, লুইস রিচিকে।
শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, এবাদতদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। শুভাগত হোম, নাবিল সামাদ, আবুল হাসান রাজু, কামরুল রাব্বিদের দলে নিয়েছে সিলেট সিক্সার্স।
এক নজরে ড্রাফটে বিক্রিত ক্রিকেটারদের তালিকাঃ
চিটাগং ভাইকিংসঃ সানজামুল ইসলাম, মোহাম্মদ আলামিন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, নজিবুল্লাহ জরদান, লুইস রিচি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ আলআমিন হোসেন, আরাফাত সানি, আলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান, সুলেমান মিরে, রুম্মান রাইস।
ঢাকা ডাইনামাইটসঃ আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজিব, সৈয়দ খালেদ হোসেন, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, জো ডেনলি, আকিল হোসেন।
খুলনা টাইটান্সঃ নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুভ, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান, শেহান জয়াসুরিয়া, জোফরা আর্চার।
রাজশাহী কিংসঃ মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজী অনিক, উসামা মীর, রাজা আলী দার।
রংপুর রাইডার্সঃ শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস, নাহিদুল, সাম হ্যান, শেনওয়ারী, জহির খান (আফগানিস্তান)।
সিলেট সিক্সার্সঃ আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল রাব্বি, নাদিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, শরিফুল্লাহ, চতুরাঙ্গা ডি সিলভা, মুদাসসের খান।
আজকের বাজার: সালি / ১৬ সেপ্টেম্বর ২০১৭