ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানীর কারাকাসে দেশটির সেনাবাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উন্মুক্ত সামরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। খবর বিবিসির।
শনিবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে।
মাদুরো মন্ত্রিসভার যোগাযোগ মন্ত্রী জর্জ রদ্রিগেজ জানান, প্রেসিডেন্টের ওপর ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে। তার জীবনসংশয় হতে পারত। ড্রোন হামলায় সাত সেনা আহত হয়েছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর অনুষ্ঠানে উন্মুক্ত স্থানে ভাষণ দিচ্ছিলেন মাদুরো। সেই সময় হঠাৎই তার চোখ ওপরের দিকে চলে যায়৷ খেয়াল করেন, দ্রুত গতিতে কিছু একটা ছুটে আসছে। এরপরই ড্রোন হামলাটি হয়। বন্ধ হয়ে যায় প্রেসিডেন্টের ভাষণ।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে, দেহরক্ষীরা মাদুরোকে বুলেটপ্রুফ ঢাল দিয়ে রক্ষার চেষ্টা করছেন।
পরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, আমার ঠিক কাছেই উড়ন্ত কোনো কিছুর বিস্ফোরণ ঘটে। বড় বিস্ফোরণ। পরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, বলার অপেক্ষা রাখে না, এ ঘটনার পেছনে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস রয়েছেন।
আজকের বাজার/একেএ