হার দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের এলিট পর্ব শুরু করলো ক্রিস্টিয়ানো রোনালদোহীন সৌদি ক্লাব আল নাসর।
গতরাতে বাগদাদের আল মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরাকি ক্লাব আল শর্তার সাথে ১-১ গোলে ড্র করেছে আল নাসর।
ভাইরাস সংক্রমণের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অধিনায়ক রোনালদোকে ছাড়া খেলতে নামে আল নাসর।
এ ম্যাচের শুরুটা ভালই ছিল নাসরের। সুলতান আল ঘান্নাননের দেওয়া ১৪ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ২৪ মিনিটে মোহাম্মদ দাউদের গোলে ১-১ সমতা ফেরায় শর্তা।
ম্যাচের শেষ পর্যন্ত ১-১ সমতা অব্যাহত থাকলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে আল নাসর ও আল শর্তা।
গত মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলো আল নাসর। শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচেই হোচট খেল তারা। (বাসস)