ড. আনিসুজ্জামানের ৮১ তম জন্মদিন

ছবি : ইন্টারনেট
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের ৮১তম জন্মদিন আজ। ১৯৩৭ সালের আজকের এই দিনে (১৮ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবনের শুরু কলাকাতায় হলেও অষ্টম শ্রেনীতে পড়ার সময় থেকে বাংলাদেশে স্থায়ী হয় তাঁর পরিবার।

শিক্ষা জীবনে ড. মুহম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরীদের পেয়েছিলেন শিক্ষক হিসেবে। মাত্র ২২ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন সকলের প্রিয় এই শিক্ষক ।

মুসলিম মানস ও বাংলা সাহিত্য, স্বরূপের সন্ধানে, মুনীর চৌধুরী, ড. মুহম্মদ শহীদুল্লাহ, পুরনো বাংলা গদ্য, ১৮ শতকের বাংলা চিঠির মতো অজস্র গবেষণাধর্মী গ্রন্থে তিনি বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেছেন সর্বস্তরের মানুষের কাছে।

দৈনিক আজকের বাজারের পক্ষ থেকে গুনিএ শিক্ষককে জন্মদিনের শুভেচ্ছ। শুভ জন্মদিন ড. আনিসুজ্জামান।

আজকের বাজার : আরএম