জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন অসুস্থ থাকায় তার বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত হয়ে আজ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
স্থগিত সংবাদ সম্মেলনটি আজ বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের পুরানা পল্টন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বৃহস্পতিবার বলেন, ‘স্যারের (ড. কামাল) শরীর আজ ভালো নেই। তাই নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো।’
ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ সূত্র জানায়, জোটের প্রার্থীদের ওপর হামলা, বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, আদালত কর্তৃক কিছু প্রার্থীর মনোনয়ন স্থগিত ও নির্বাচন কমিশনের ভূমিকাসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ড. কামালের সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ