ড. কামাল খুনিদের সাথে হাত মিলিয়েছেন: হাসিনা

গণফোরামের আহ্বয়াক ড. কামাল হোসেনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি খুনিদের সাথে হাত মিলিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (ড. কামাল হোসেন) তাদের (খুনি) সাথে হাত মিলিয়েছেন, কেন মেলাবেন না! ড. কামাল, খালেদা জিয়া এবং তারেক জিয়া কালো টাকা সাদা করেছেন।’

রোববার (১৪ অক্টোবর) মাদারীপুরের শিবচর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি ডা কামাল হোসেন, আ স ম আবদুর রব এবং মাহমুদুর রহমান মান্নার বিএনপির সাথে জোট বাধার প্রসঙ্গে হাসিনা প্রশ্ন রেখে বলেন, তারা কী করতে পারে? তারা কী করতে চায়?

পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে যাওয়া শেখ হাসিনা আরও বলেন, খুনি, যারা মানুষ পুড়িয়ে মারে, দুর্নীতিবাজ, এতিমের টাকা যারা মেরে খায়; আজকে তাদের সাথে ঐক্য করেছে কে? সেই কামাল হোসেন গং… তার সাথে জুটেছে আরও কিছু খুচরা, আধুলি। এরা সব ঐক্য করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল সব সময় নীতির কথা বলেছেন, দুর্নীতি, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিপক্ষে কথা বলেছেন। ‘বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। সেই কামাল তাদের সাথে জোট বেঁধেছেন।’

নতুন ঐক্যের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে অর্থ পাচার, দশ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় দোষী সাব্যস্ত। ড. কামাল হোসেন গং সেই চেয়ারম্যানের অধীনে এক্য করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ হত্যাকারীদের চায় না। তারা ২০০৮ সালে এবং ২০১৪ সালে আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে তাদের ইচ্ছা জানিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন ড. কামাল হোসেন এবং তাদের গংদের চোখে দৃশ্যমান হবে না। কিন্তু এদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

খালেদা জিয়া ও তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তারা সেই হামলার সমস্ত চিহ্ণ ধ্বংস করে জজ মিয়া নাটক সাজিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘এই পরিবার হত্যাকারীদের পরিবার। জিয়া মোস্তাকের সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল।’

সবশেষে প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চান।

শিবচর আওয়ামী লীগের সভাপতি মো. শামসুদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ফরুক খান, ডা. দিপু মনি প্রমুখ। ইউএনব

আজকের বাজার/এমএইচ