ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতারা সিলেটে

ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট পৌঁছেছেন। বুধবার বিকাল ৪টা ১০ মিনিটে বিমানযোগে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখান থেকে নেতারা সরাসরি শাহজালাল (র.) মাজার জিয়ারত করতে দরগাহে আসবেন। পরে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

ড. কামাল হোসেনের সাথে ঢাকা থেকে এসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এরআগে দুপুর ১২টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে কামালদের জন্য অপেক্ষা করছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডি প্রধান আ স ম রব।

তবে বিমানের সিডিউল বিপর্যয়ের কারণে তাদের সিলেট আসতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ