মেহরাজ মোর্শেদ: সম্প্রতি ঢাকায় একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেছেন বাংলাদেশের তরুণ প্রাণি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার। যার ফলে দেড়শ’ বছরের মধ্যে রাজধানীতে নতুন প্রজাতির কোনও বন্যপ্রাণির সন্ধান পাওয়া গেল। ঢাকার নামে ব্যাঙটির নামকরণ হয়েছে ‘Zakerana Dhaka’। বাংলায় নাম ‘ঢাকাইয়া ব্যাঙ’ রাখার প্রস্তাব করেছেন সাজিদ।
তিনি জানান, ‘Dicroglossidae’ পরিবারের অন্তর্ভুক্ত ‘Zakerana’ ব্যাঙের একটি গণ, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে। ব্যাঙটির প্রথম সন্ধান পাওয়া যায় গণভবন এবং সংসদ ভবন এলাকায়। নগরীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বর্ষাকালে এ প্রজাতির ব্যাঙের দেখা মেলে।
নতুন প্রজাতি পাওয়ার ক্ষেত্রে প্রাণি বিজ্ঞানী সাজিদের এটি পঞ্চম সাফল্য। ২০১১ সালে তার প্রথম স্বীকৃতি মেলে বাংলাদেশের এনডেমিক প্রজাতির ব্যাঙ ‘Fejervarya asmati’ দিয়ে। পরে অবশ্য গণ বদলে এর নাম করা হয় ‘Zakerava asmati’। ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পাওয়া গিয়েছিল সর্বশেষ আবিষ্কৃত বন্যপ্রাণিটি, যা ব্রিটিশ প্রকৃতিবিদ ডব্লিউ থিউল্যান্ড দেড়শ’ বছর আগে আবিষ্কার করেছিলেন।
একসময় ঢাকাতে অনেক গাছপালা, জলাধার এবং নাম না জানা অনেক বন্যপ্রাণির বসবাস ছিল উল্লেখ করে সাজিদ জানান, মেগা সিটিতে প্রতিকূল পরিবেশে নতুন প্রজাতির একটি প্রাণি লুকিয়ে ছিল। গত দেড়শ’ বছর এই শহরে নতুন কোনো প্রাণি না পাওয়া গেলেও এই আবিষ্কার ইতিবাচক ইঙ্গিত বহন করে। প্রতিকূল পরিবেশে প্রাণ ধারণের ক্ষমতা (অভিযোজিত হওয়ার ক্ষমতা) নির্দেশ করে।
তিনি তার ফেসবুকে লিখেছেন, "আগের সব ধারণ আরেকবার ভুল প্রমাণ করে দিল প্রাথমিক ফলাফল। পৃথিবীর অন্যতম এই ঘনবসতিপূর্ণ শহরেই পাওয়া গেল একটা নতুন প্রজাতির ব্যাঙ, যার পরিচয় ছিল পুরো পৃথিবীর মানুষের কাছেই অজানা! ঢাকার সরু রাস্তার পাশের এই ব্যাঙগুলো আজ পৃথিবীর মানুষের কাছে পরিচিত হলো নিজ পরিচয়ে।"
২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন সাজিদ। এরপর ফেলোশিপ নিয়ে হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের (ফিনল্যান্ড) জীববিজ্ঞান বিভাগে ব্যাঙের শ্রেণিবিন্যাস বিদ্যার (ট্যাক্সেনমি) ওপর পিএইচডি -তে ভর্তি হন। ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে ব্যাঙের জীবন প্রণালী ও বংশবৃদ্ধি নিয়ে বিস্তারিত গবেষণা চালান তিনি। ২০১৩ সালে তিনি ফিনল্যান্ডের ‘হেলসিঙ্কি কালচারাল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড-২০১৩’ লাভ করেন।
আজকের বাজার : এমএম / এলকে ১২ সেপ্টেম্বর ২০১৭