ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি খুবই সংকটাপন্ন, গত ৪-৫ দিন ধরে বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে। পরিবেশ দূষণ রোধে ঢাকার আশপাশের সবগুলো ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর বলছে, রোববার বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ২৯৮। সোমবারও এই অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। এসব ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত।
আজকের বাজার/লুৎফর রহমান