ঢাকার পরিবেশ-পরিবহন অবস্থার উন্নয়ন ও ট্রাফিক সমস্যা সমাধান মানোন্নয়নের ল্েয নিম্ন সুদে ৩ কোটি ৫০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।
মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। একইসঙ্গে সরকারের সব মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর সিস্টেম ও সেবার জন্য টেকনোলজি বিনিময়ের পর্যাপ্ত সুযোগ বাড়াতে ই-গভর্নমেন্ট অবকাঠামো ও সেবার উন্নয়নে ৩ কোটি ৯০ লাখ ডলারের আরেকটি চুক্তি সই হয়।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজেশ্বরী পরালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মাহমুদা বেগম চুক্তিতে সই করেন।
জানা যায়, ই-গভর্নমেন্ট সেবা এবং ঢাকা নগরীর বাতাসের মানোন্নয়নে দুইটি চুক্তির অধীনে অতিরিক্ত ৭ কোটি ৪০ লাখ ডলার দেবে বিশ্বব্যাংক।
এই বর্ধিত অর্থের ৩ কোটি ৯০ লাখ ডলার ব্যয় হবে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটিজিইজি) প্রকল্পে। অপর ৩ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হবে কিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল প্রজেক্টে (এসএএসপি)। ঢাকার পরিবেশগত অবস্থা, পরিবহন ও ট্রাফিক সমস্যা সমাধান এবং ঢাকার বাতাসের মানোন্নয়নের ল্েয এই প্রকল্প নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংক জানায়, শহর এলাকার দূষিত বাতাস স্বাস্থ্যের জন্য মারাত্মক, জীবন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বায়ু দূষণ ২০ শতাংশ হ্রাস পেলে বছরে ১ হাজার ২ মানুষের প্রাণ বাঁচবে। কয়েক কোটি লোক বায়ু দূষণজনিত রোগ থেকে রেহাই পাবে।
আজকের বাজার রিপোর্ট: আরআর/১৮.০৪.২০১৭