ঢাকার খাল খননে ৬০ কোটি টাকার বরাদ্দ চেয়েছে ওয়াসা

ছবি : ইন্টারনেট

ঢাকার খাল খননের জন্য এলজিআরডির কাছে ৬০ কোটি টাকা বরাদ্ধ চেয়ে চিঠি দিয়েছে ওয়াসা।

রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলি নদীসহ ঢাকার চারপাশে নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর ৩৭ তম সভায় এ কথা জানানো হয়।

একই সঙ্গে পরিবেশ ও পানি দূষণরোধে ঢাকাসহ আটটি মহানগরীতে শিল্প স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সভায় জানানো হয়, ঢাকা শহরের খালগুলো খননের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এলজিআরডি মন্ত্রণালয়ের কাছে ৬০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। ইতিমধ্যে ঢাকা মহানগরের ৪৬টি খালের মধ্যে ২৬টি চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে ১৩টি খাল উদ্ধার, সংস্কার ও পাড় বাধাইয়ের কাজও শুরু হয়েছে।

এদিকে আদি বুড়িগঙ্গা উদ্ধারে জরিপ কাজ সম্পন্ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আটজন সার্ভেয়ারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নদী তীর দখল করে স্থাপিত ধর্মীয় প্রতিষ্ঠান স্থানান্তরের কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাছাড়া ঢাকাসহ আটটি মহানগরীতে নতুন করে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলেও সভায় জানানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী ও টাস্কফোর্স এর সভাপতি শাজাহান খান সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ প্রমুখ।

এমআর/আরএম/