আদি বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদনদী রক্ষায় তীরে ২৮০ কিলোমিটার হাঁটার রাস্তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
তিনি বলেন, ঢাকাকে ঘীরে থাকা নদীগুলোর পুর্ণজরিপ করে নদীর সীমানা পিলার বসানো হবে।
বুধবার ২২ নভেম্বর সচিবালয়ে নদীর দূষণ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত টাস্কফোর্সের ৩৬তম সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সাভারের নবনির্মিত ট্যানারীর কারণে ধলেশ্বরীতে দূষণ হচ্ছে, শিল্প মন্ত্রণালয়কে ব্যবস্থা নেবার সুপারিশ করা হয়েছে ।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান- যেমন মসজিদ, মাদ্রাসা, মন্দির এমনকি একটি দরবার শরীফও নদীর মধ্যে জায়গা দখল করে প্রতিষ্ঠিত হয়েছে। সেইসব ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে আমাদের কর্মকর্তারা বসেছেন, আলোচনা করেছেন। তারা সবাই একমত হয়েছেন যে স্থানান্তরের জন্য তাদের একটা জায়গা দরকার। আমরা যদি তাদের জায়গা দিতে পারি তাহলে তারা মসজিদ, মাদ্রাসা এবং মন্দির যেগুলো নদীর মধ্যে স্থাপন করেছে, সেগুলো স্থানন্তার করে নেবেন।
তিনি বলেন, জেলা পর্যায়ে নদী দখল করে স্থাপন করা ধর্মীয় প্রতিষ্ঠান সরতে ওইসব প্রতিষ্ঠানকে সরকারি বা খাস জমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শাজাহান খান বলেন, ঢাকার চারপাশে চারটি নদীতে জরিপ চালিয়ে সরকার সীমানা পিলার স্থাপন করেছে। স্থাপিত পিলারের অর্ধেক নিয়ে আপত্তি ওঠায় সেগুলো আবার যাচাই করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকায় মোট নয় হাজার ৪৭৭টি পিলার স্থাপন করা হয়েছে, যার অর্ধেক নিয়ে আপত্তি এসেছে। ইতোমধ্যে যাচাই করে ২০ শতাংশ আপত্তির নিষ্পত্তি করা হয়েছে, বাকিগুলোর কাজও অব্যাহত রয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭