ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ীদের নাম, ঠিকানা, পদসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার সকালে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার এ গেজেট প্রকাশ করেছে ইসি।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকারের মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথগ্রহণের ব্যবস্থা করবে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান জানান, দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত করা হয়েছে। এ কারণে সেই ওয়ার্ডের কাউন্সিলরের নাম গেজেটে রাখা হয়নি। বাকি সবার নামই গেজেটে এসেছে।
আজকের বাজার/এমএইচ