বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্স সুবিধার আওতায় সিনোফার্ম টিকার ১৭ লাখ ৭০ হাজার ডোজের আরেকটি চালান পেতে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার সকাল ৭ টা ২০ মিনিটে বেইজিং থেকে রওনা হওয়া এমিরেট্স এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চালানটি ঢাকায় আসছে।
ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, টিকাগুলো দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। মঙ্গলবার বাংলাদেশ কোভ্যাক্স সুবিধার আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা পেয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এই সপ্তাহে সিনোফার্ম টিকার ৩৪ লাখ ডোজের আরেকটি চালান পাবে এবং সেপ্টেম্বরে ফাইজারের ৬০ লাখ ডোজ পাবে। তাছাড়া তিনি আরও বলেছেন, বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ পাবে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান