শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব। দুদিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে এবারের বিপিএলের দ্বিতীয় পর্ব। তো চলুন ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে প্রতিটি দলের অবস্থান কোথায় দেখে নেওয়া যাক-
বিপিএলের ঢাকা পর্বে সবচেয়ে দুর্দান্ত ছিল রাজশাহী রেঞ্জার্স। নিজেদের খেলা দুই ম্যাচেই প্রতিপক্ষকে কোনো প্রকার প্রতিরোধেই গড়তে দেয়নি তারা। তাই স্বভাবতই ২ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী (৪ পয়েন্ট)।
অন্য দিকে ৩ ম্যাচে ২ জয়ে নেট রানরেটে পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা প্লাটুন (৪ পয়েন্ট) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৪ পয়েন্ট)।
যথাক্রমে ১ ও ২ ম্যাচ খেলে ১টি করে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানটি খুলনা টাইগার্স ও কুমিল্লা ওয়ারিয়র্সের।
তবে যথাক্রমে ৩টি ও ২টি করে ম্যাচ খেলে কোনো জয়ের দেখা না পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স।
আজকের বাজার/আরিফ