ঢাকার পোস্তাগোলায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শ্যামপুর শাখার অধীনে পোস্তাগোলা উপশাখা ২২ মার্চ ২০২০, রবিবার ঢাকার পোস্তাগোলায় উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা সাউথ জোনপ্রধান আবু সাইদ মোঃ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মাসুদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, শ্যামপুরের মহিলা ওয়ার্ড কাউন্সিলর খালেদা আলম এবং মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের শ্যামপুর শাখাপ্রধান মুন্সী রেজাউর রশীদ। উপশাখা ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।