ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনে আজও হবে দুই ম্যাচ। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের মুখোমুখি সিলেট থান্ডার। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে রাজশাহী রয়্যালস।

এদিন ঢাকার বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এ আসরে ঢাকা প্লাটুন এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। জয়ের মধ্য দিয়ে চতুর্থ জয় তুলে নিতে চায় মাশরাফি বাহিনী।
চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না সিলেটের। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে মোসাদ্দেকের দল। চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে চায় মোহাম্মদ মিঠুন-সোহাগ গাজীরা।

সিলেট থান্ডার

আবদুল মজিদ, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ মিঠুন, জনসন চার্লস, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, শেরফানে র‌্যাদারফোর্ড, সোহাগ গাজী, ক্রিসমার সান্টোকি, নাজমুল ইসলাম এবাদত হোসেন।

ঢাকা প্লাটুন

তামিম ইকবাল, এনামুল হক, মেহেদী হাসান, মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, শহিদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।

আজকের বাজার/এমএইচ