বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে সিলেট পর্বের তৃতীয় ও টুর্নামেন্টের ১৭তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ রাজশাহী কিংস।
এখন টুর্নামেন্টে ৪ ম্যাচে সবক’টি জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সাকিব আল হাসানের দল। অপরদিকে, ৫ খেলায় ২ জয়ে ৩ হারে ৪ পয়েন্ট নিজেদের সংগ্রহে রেখেছে রাজশাহী কিংস।
রাজশাহী কিংস একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, সেক্কুজে প্রসন্ন, ক্রিস্টিয়ান জাঙ্কার, রায়ান টেন ডেসকাট ও ইসুরু উদানা।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল হোসেন, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নিয়াম, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, হজরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন ও আলী।
আজকের বাজার/এমএইচ