ঢাকার ভাটারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ছবি : ইন্টারনেট

ভাটারায় কথিত বন্দুকযুদ্ধে শরিফুল ইসলাম(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জুন) দিবাগত রাতে ঢাকার ভাটারার একশ ফিট গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান জানান , ‘টার্গেট কিলিংয়ের জন্য কয়েকজন ভাড়াটিয়া খুনি জড়ো হচ্ছে বলে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে গিয়েছিল। তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।’

পরে পুলিশ শরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, ‘নিহত শরিফুল বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের হত্যাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।’

আরজেড/