ঢাকার যেসব এলাকায় আজ বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য আজ সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল থেকে ১০ ঘণ্টা ফার্মগেট থেকে সায়েন্স ল্যাবরেটরির পশ্চিম পার্শ্ব, কলাবাগান, বশিরউদ্দিন রোডের উভয় পার্শ্ব, ধানমন্ডি থানা, রাজাবাজার থেকে ইন্দিরা রোড ও এর আশেপাশের এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

গ্রাহকদদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

আরএম/