আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যুদ্ধের পরিণতি নিয়ে এক আলোচনা আয়োজন করা হয়েছে। `আমাদের কেন শান্তি দরকার’ এই স্লোগানকে সামনে রেখে রাশিয়ান হাউস কম্প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশন ‘মাদারল্যান্ড’ শিশু ও যুব ফোরাম ‘ডোভ অফ পিস’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। স্কুলের শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও শিক্ষকরাও এই কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশের রাশিয়ান হাউসের প্রধান এম. দোব্রোখোতভ স্বাগত ব্যক্তব্যে রাষ্ট্রেরর উন্নয়ন এবং পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের সমৃদ্ধির জন্য একটি প্রাথমিক শর্ত হিসেবে শান্তি রক্ষার নামে সকল দেশের প্রচেষ্টাকে সমর্থন করার গুরুত্ব তুলে ধরেন। সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেয়া হয়। বাংলাদেশে রুশ দূতাবাসের স্কুল থেকে প্রবাসী ও শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ‘উত্তরাধিকার বিজয়’ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত আন্তর্জাতিক অনলাইন ফোরাম ‘ডোভ অফ পিস’ এ যোগদান করেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান