ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। ২২ অক্টোবর রোববার সকাল ১০ টার দিকে এ যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন চাটমোহর রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান।

তিনি জানান, সকাল ১০ টায় রেললাইনের সংস্কারের কাজ শেষ হয়। এরপর সকাল ১০টা ১০ মিনিটে ঢাকামুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে ছেড়ে যায়।

এর আগে ভোররাত ৪ টার দিকে ভারি বর্ষণের কারণে পাবনার চাটমোহর উপজেলার গোয়াখোড়া রেললাইনের ২১নং রেলব্রিজের মাটি সরে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭