ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ফের চালু

গাজীপুরের সালনায় আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হলে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, উদ্ধারকারী ট্রেন এসে বগিটিকে উদ্ধার করলে শুক্রবার দুপুর দেড়টার দিকে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছলে ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ও উত্তরবঙ্গ গ্রামে একটি ট্রেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর পৌনে একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হলে প্রায় ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাজার/এমএইচ