স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঢাকার ৩৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে।
গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬৩৯টি বস্তিতে ৪ লাখ ৯৯ হাজার ১১ জন মানুষ বাস করে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭৫৫টি বস্তিতে ১ লাখ ৪৭ হাজার ৫৫ জন মানুষের বসবাস।
বস্তি শুমারি ২০১৪ অনুযায়ী তিনি বলেন, উত্তর সিটিতে মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি। অন্যদিকে দক্ষিণ সিটিতে খানা ৪০ হাজার ৫৯১টি।
মন্ত্রী তাজুল বলেন, বস্তিতে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।
আজকের বাজার/এমএইচ