শুভ বড়দিনকে কেন্দ্র করে ঢাকা শহরে নিরবচ্ছিন্ন সুদৃঢ় নিরাপত্তাবলয়ের পাশাপাশি মহানগরের ৬৫টি গির্জা ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
সোমবার ২৫ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালা রানীর গির্জা) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন হয়। এজন্য গির্জায় তল্লাশি গেট বা আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ঢাকা মহানগরের ৬৫টি গির্জা সিসিটিভির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি ও চেকপোস্টে কার্যক্রম চলছে। গোয়েন্দা সদস্যরাও মাঠে আছে। প্রত্যেকটি গির্জা সিসিটিভির আওতায় আছে। দর্শনার্থীকে তল্লাশির মধ্য দিয়ে আসতে হবে গির্জায়। গির্জার বাইরে কিছু পাঁচ তারকা হোটেলেও প্রার্থনা হবে। এ কারণে এসব স্থানে কয়েক স্তরে সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ রয়েছে।
বাংলাদেশ হবে সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত—খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি এমন প্রার্থনা করার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,সবাই তাঁদের নিজেদের ধর্ম পালন করবেন। বড়দিনে যে আমাদের প্রার্থনা হবে, তা হলো এটি সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত বাংলাদেশ।
আজকের বাজার: এলকে/ ২৫ ডিসেম্বর ২০১৭