ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ৪.০১ মাত্রার এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে ছিলো এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সে হিসেবে এলাকাটি গাজীপুর-নরসিংদী সীমানায়। ভূমিকম্পটি মাত্র ২ সেকেন্ড স্থায়ী ছিলো।

ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের বেশ কয়েকটি জেলাতেও এটি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আজকের বাজার/এমএইচ