মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান,‘মঙ্গলবার ও বুধবার ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।’ তিনি আরও বলেন, সাধারণত শীতের শেষে বৃষ্টিপাত হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক নিম্নচাপ অবস্থান করছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান