ঢাকায় আসছে রোবট ‘সোফিয়া’

সৌদি আরবে প্রথম নাগরিকত্ব পাওয়া নারী রোবট সোফিয়া এবার ঢাকায় আসছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আমন্ত্রণে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোফিয়ার।

সোমবার ২৭ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন আলোচিত নারী রোবট সোফিয়া।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। এ অনুষ্ঠানে সোফিয়ার সঙ্গে থাকবেন তার ‘জন্মদাতা’ ডক্টর ডেভিড হ্যানসন।

তথ্য প্রযুক্তি বিভাগ জানিয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হবে সোফিয়া। সামনাসামনি দেখা পাওয়ার সুযোগ তো মিলবেই। সঙ্গে দর্শকদের প্রশ্নের জবাবও দিতে পারেন তিনি। ৬ ডিসেম্বর রাতেই সোফিয়ার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিজুয়াল ডেটা, ফেশিয়াল রিকগনিশন ফিচার মেশিন লার্নিং পদ্ধতি যুক্ত থাকায় ওয়াই-ফাই কানেকশনে এসে নিজ সিদ্ধান্তেই মানুষের প্রশ্নের উত্তর দেন সোফিয়া।

রোবটটি নির্মাণ করেছে হংকংভিত্তিক ফার্ম হানসন রোবটিক্স। এর অবয়ব হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো।সোফিয়াকে চালু করা ২০১৫ সালের ১৯ এপ্রিল। চলতি বছরের ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়।

আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭