ঢাকায় আসছে শৈত্যপ্রবাহ

জানুয়ারি মাসে যে তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছিল তার প্রথমটি ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে। আর এ শৈত্যপ্রবাহ আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিস্তার লাভ করতে পারে।

আজ বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে,পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এই শৈত্য প্রবাহ পরিস্থিতি ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানে বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল হাতিয়ায় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের বাজার: বি / ৩ জানুয়ারি ২০১৮