রাজধানী ঢাকায় আগামী ৩ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব।
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। খবর ইউএনবি’র।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আগামী ৩ নভেম্বর শনিবার বিকেল ৪ টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হলেও ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে ১ টা এবং বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।
এই চলচ্চিত্র দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে, ৯ নভেম্বর থেকে দেশের ৩টি বিভাগীয় শহরে শুরু হতে যাচ্ছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা শহরের শিল্পকলাএকাডেমি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ১৩ই নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
আজকের বাজার/এমএইচ