ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন নামে উবারের চালকদের একটি সংগঠন কোম্পানির কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করাসহ বিভিন্ন দাবিতে রবিবার মাঝরাত থেকে ২৪ ঘণ্টার ধর্মঘাট পালন করছে।
অ্যাপে নিবন্ধন করা সব উবার চালক এ ধর্মঘটের আওতায় থাকছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতা কাইয়ুম আহমেদ।
তিনি বলেন, ‘গত জুলাই থেকে আমাদের বিভিন্ন দাবি কোম্পানিকে জানিয়ে আসলেও উবার কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেয়ায় আমরা এ ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।’
উবার চালকদের অন্য দাবিগুলো হলো- উবারে অনলাইনে থাকার সীমাবদ্ধতা তুলে দেয়া, ট্রিপ শুরু করার পর থেকে ট্রিপ শেষ করা পর্যন্ত কিলোমিটার ও মিনিট হিসাব করে ভাড়া নির্ধারণ করা, গ্যাসের দাম বাড়ার কারণে ভাড়ার হার বাড়ানো, চালকদের নিরাপত্তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, যাত্রীদের করা অভিযোগ যাচাই না করে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া, যাত্রীদের লোকেশন সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া, যাত্রীর অ্যাকাউন্টে ছবি থাকা বাধ্যতামূলক করা এবং চালকদের নিকটবর্তী ট্রিপ দেয়ার ব্যবস্থা করা।
ঢাকায় ২০১৬ সালের ২২ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা উবার যাত্রা শুরু করে।
এদিকে, উবারের ঢাকা কার্যালয় চালকদের ডাকা এ ধর্মঘটের কারণে যাত্রীদের অসুবিধায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে।
‘আমরা কিছু ব্যক্তির কারণে চালকদের সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে সে জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা শহরজুড়ে সুবিধাজনক ও নির্ভরযোগ্য সেবা দেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা চালকদের সমস্যা সমাধানের জন্য অংশীদার সেবাকেন্দ্র খুলেছি এবং অ্যাপেও যে কেউ সমস্যা হলে জানাতে পারেন।’
নাম প্রকাশ না করার শর্তে উবারের এক মুখপাত্র জানান, বেশিরভাগ চালকই ধর্মঘটের আহ্বানে সাড়া দেননি। বেশিরভাগ চালক-অংশীদার যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন।
আজকের বাজার/এমএইচ