ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ

শুরু হলো ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ। ২৬ নভেম্বর শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্চারির এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশসহ ৩৫ টি দেশের ৩০০ আর্চার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সবচেয়ে বড় তারকা হিসেবে অংশ নিচ্ছেন ২০১৬ এর রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী দক্ষিণ কোরিয়ান আর্চার কি-বো।

টুর্নামেন্টের ২০তম আসরে এসে বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করছে এশিয়ান আর্চারি। ২০০৫ থেকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের হয়ে প্রতিনিধিত্ব করছেন ১৮ জন। যার মধ্যে ৮ জন রিকার্ভে এবং ৮ জন কম্পাউন্ডে। ৯ মাসের প্রস্তুতি ক্যাম্প শেষে নিজেদের মূল আসরের জন্য ঝালিয়ে নিয়েছেন আর্চাররা।

আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭