এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক নারী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার নাম হাফসা বেগম লিপি। সোমবার, ৫ আগস্ট রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, তিন সপ্তাহ আগে স্বামী আর দুই সন্তান নিয়ে দেশে এসেছিলেন লিপি। দেশে আসার পরই তার স্বামী আবুল সাত্তার জ্বরে আক্রান্ত হন। তার অসুস্থতার মধ্যেই গত ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত হন লিপি। কিন্তু স্বামী অসুস্থ থাকায় তার পাশে বাসায় থাকার সিদ্ধান্ত নেন তিনি।
শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিপি।
আজকের বাজার/এমএইচ